Wednesday, October 2, 2019

নেপথ্য শিল্পী // সঞ্চিতা রায়(ঝুমা)কল্যাণী নদীয়া

নেপথ্য শিল্পী   //  সঞ্চিতা রায়(ঝুমা)কল্যাণী নদীয়া


রোদে পুড়ে জলে ভিজে আমরা  
 বানাই প্যান্ডেল। বাঁশ কাটি,বাঁশ বাঁধি  ।

আমাদের হাতে গড়ে ওঠে সুৃন্দর সুৃন্দর মণ্ডপ।
তোমরা ক্লাবকে বাহবা দাও,জানাও শুভেচ্ছা।

আমাদের নাম কেউ তো জানে না,জানবেও না
আমরা থেকে যাব আড়ালে,নেপথ্যে। 

যুগ যুগ ধরে তাইতো হয়েছে,হতেও থাকবে।
ইতিহাস লিখে রাখে শুধু রাজাদের নাম,

তারাই অমর ইমারত নির্মাতা হিসাবে
আমরা হারিয়ে গিয়েছি কালের গর্ভে।

তোমরা কি পারো না ,মণ্ডপের এককোণে
নির্মান শিল্পী হিসাবে আমাদের নাম লিখতে?

আমাদের শিল্পী সত্বা তাতে পেতো কিছুটা তৃপ্তি।
তবু ও বছর বছর তৈরী করে যাব মণ্ডপ।

জীবিকার প্রয়োজনে , জীবনের প্রয়োজনে
 আর ভালবেসে গড়ে যাব সুন্দর সুন্দর মণ্ডপ।