Saturday, October 12, 2019

মন  //  সঞ্চিতা রায়      

মন  //   সঞ্চিতা রায়    


দুর্গা পুজো উপলক্ষে পাড়ায় খেতে যাচ্ছিল ঝুমা। ষষ্ঠী থেকে বেশ সুন্দর ভাবে পুজো কাটছে ঝুমার। অষ্টমীতে পারুল পার্কে খেতে ঢোকার মুখে ঝুমা দেখলো,তাদের পাড়ার জঞ্জালকর্মী(যিনি আমাদের বাড়ি বাড়ি থেকে জঞ্জাল নিয়ে গিয়ে বাড়ি পরিস্কার  রাখতে সাহায্য করেন) একজন কে হাতে টাকা দিয়ে বলছেন,“যাও তুমি এই টাকা দিয়ে দুপুরে খেয়ে নাও”।

যাকে টাকা দিচ্ছে তার পরনে ছেঁড়া কাপড়। বোঝাই যাচ্ছে সে খুব ক্ষুধার্ত। ঝুমার মনে পড়লো জঞ্জাল কর্মী কে বখশিশ দেওয়ার সময়ে প্রথমে সে একটু কম দিতে চেয়েছিল,পরে অবশ্য সে যা দাবী করেছিল,তাই দিয়েছিল।

ঝুমার চোখে জল এল,মনে হ’ল তার বখশিশ দেওয়া সার্থক। মানুষ যে মানুষের পাশে এভাবে দাঁড়াতে পারে,দেখে ভীষণ ভালো লাগলো তার। জঞ্জালকর্মী নিজের ও তো সংসার চালানোর জন্য অনেক কষ্ট করে অর্থ রোজগার করতে হয় ,অথচ কত বড় মন তার। পৃথিবীটা বোধ হয় এদের জন্য আজ ও এত সুন্দর ।