Tuesday, October 1, 2019

আয় যাবি আয় ছোট্ট বেলায় // সঞ্চিতা রায়(ঝুমা)কল্যাণী নদীয়া


আয় যাবি আয় ছোট্ট বেলায়   //   সঞ্চিতা রায়(ঝুমা)কল্যাণী নদীয়া

ও  আমার ছোট্ট মিষ্টি সোনা
বল না আমায় খেলতে নিবি,
তোর ওই ছোট্ট পুতুলের সংসারে?
রান্নাবাটি খেলবো তোর সাথে।


চল না একটু দোলনা চড়ি।
তোর সঙ্গে ফিরবো সেই ছোট্টবেলায়।
সংসারে তো রোজই খেলছি রান্নাবাটি।
সকাল থেকেই রান্না ঘরে কাটাই।


সবাই কে করি পরিবেশন, আমার বেলা
কেউ করে না পরিবেশন, আজ না হয়
খেলার ছলেই রান্না করে করে দিলি
আমায় খেতে তোর ছোট্ট বাসনে।
বড় একঘেয়ে লাগে বাস্তবের এই
সংসার সংসার নামক খেলা।


সকাল থেকে সাঁঝ শুধুই ব্যস্ততা!
ভালো লাগে ন আর যে!
তোর সঙ্গে খেলতে খেলতে
ভুলতে চাই যে বড়বেলা!
ভুলতে যে চাই। কঠিন বাস্তব!


নে না আমায় খেলতে সোনা!
লুকোচুরি ও খেলবো আমি।
টু উ উ উ উ কি টুকি টুকি!


ফিরছি আমি ছোট্ট বেলায়!
তোমরা যাবে নাকি?
তবে এসো খেলবে এসো
ছোট্ট সোনার সাথে!