Sunday, October 6, 2019

হও আনন্দে আটখানা // বিশ্বনাথ পাল

 biswanath pal


জগৎ এক পারাবার
 ফিরে দেখি বারবার
পার হবো কেমনে।
আনন্দ সবাই যাচে

নিরানন্দ তবু পাছে
প্রবেশিছে মনে। 
দুঃখে গড়া এ সংসার
বিন্দুমাত্র নাই  সার

হতাশায় জ্বলে।
এক ছেড়ে অন্যে ধরি
মনে আশা যদি তরি।
দিশাহীন ঢলে--

তলে তলে কথা বলে
দুঃখের রোহিঙ্গা হলে
জানি জোর চাই।
ত্যাগেই ত্যাগের ঢাল

এ জীবন বানচাল
না আছে উপায়। 
এসো বন্ধু মুক্ত মনে
কথা বলি হাওয়া সনে

হাওয়াই প্রাণ।
হাওয়া বিনে প্রাণ বাঁচে না
হাওয়া ছাড়া ধার ধারি না
হাওয়ার গাই গান। 

উল্টোপথে চলি মন
আনন্দে রও না মগন
ছাড় দুঃখের এন্টেনা।
মনের বাড়িয়ে জোর

সাজো তবে সুখ চোর
হও আনন্দে আটখানা।।