Tuesday, October 1, 2019

তোমার কাছে চাইবো কি মা // বিশ্বনাথ পাল

তোমার কাছে চাইবো কি মা  //  বিশ্বনাথ পাল


তোমার কাছে চাইব কি মা, চাওয়ার বাকি আছে টা
 কী
রোদ ঝলমল পুজোর ক দিন গোমড়া মেঘে দিস না ঢাকি। 
কাশের গুচ্ছ ওড়াক পুচ্ছ ঢাকের তালে নাচুক না--
মনের কোনে  বাসা বোনে আনন্দে সব বাঁচুক  না। 
ধনী গরীব বিভেদ ভুলে নাচবে একই প্যাণ্ডেলে
রঙমশালের আলোয়  ভুলবে বিভেদ অবহেলে।
সিংহটা তোর সামলে রাখিস, হালুম বলে না লাফায়
অসুর গুলো  ত্রিশূলেতে জব্দ হয়ে যেন ঘুমায়।। 
রাঙা কাকার নতুন জামা  খুব নাকি তার চড়া দাম
ও পাড়ার পাঁচু খুড়োর হয় নি গামছা মুছতে ঘাম। 
ঐ পাড়ার হেবো তাঁতির একটা মেয়ে একটা ছেলে
হয় নি পোষাক বলেই তারা তুলছে পদ্ম দিঘীজলে
 হারামুচির নাড়্যা ছেলে নামটি যেন  গেছি ভুলে
বাপের সঙ্গে বাজাতে কাঁসি শহরে যাচ্ছে পাটি মেলে। 
টাকা পয়সার ধার ধারে না পেটটা পুরে খাবে সে
এই আশাতেই ঝোঁক ধরেছে বাপের সঙ্গে যাবে যে
মায়ের  বুকে শেল বেঁধে বাপ-ছেলেতে যাচ্ছে দূরে
ভালোয় ভালোয়  ফিরুক নাড়ুমুড়কিরপোটলাপুরে।