Monday, October 7, 2019

কৈলাস থেকে বলছি // সবিতা কুইরী

কৈলাস থেকে বলছি   //  সবিতা  কুইরী


আমি কৈলাস থেকে বলছি
ও গো তুমি শুনছ??
বাপের বাড়ি গিয়ে কি
আমাকে ভুলেই গেছ?


বাহন সমেত ছেলে পুলে
সবকে নিয়ে গেলে
বাড়িতে শুধু পড়ে আছি
আমি একা ভোলে।


অসুর টা কেও নিয়ে গেলে
চুলের মুঠি ধরে
না হয় একটু নেশা করি
যেতাম শ্বশুর ঘরে।


কুমারী রুপ ধরেছ আজ
থাকতে আমি স্বামী
বাচ্চা গুলোও হ্যা হ্যা করে
একি পাগলামি?


বাপের বাড়ি গিয়ে তুমি
আমায় গেলে ভুলে
মুখ দেখাব কেমন করে
বল দেব কুলে?


কি বললে? আর একটা দিন
নিজেকে সামলাতে?
না পারলে বেশি করে
গাঁজায় টান দিতে?


আর ভালো লাগছে না গো
তুমি  এস ফিরে
নেশার ঘোর কেটে গেছে
আমার ধীরে ধীরে।


গৌরী যাবে শ্বশুরবাড়ি
আর একটি দিন বাকি
বিষাদ ভরা অশ্রু ধারা
সব বাঙালির চোখে।