Tuesday, October 1, 2019

আত্ম-গরবিনী // মিজানুর রহমান মিজান

আত্ম-গরবিনী  //   মিজানুর রহমান মিজানবধু যায় বাপের বাড়ি
স্বামীকে করিবে নত হবে কান্ডারী।
বাবা চলে মায়ের কথায় নড়ে না এক চুল
সে নীতি বহাল রাখতে বাঁধায় মহা গন্ডগোল
বাইরে লাল ভিতরে অহংকারী।
উদ্ভট আর আজব তথ্য, করতে চায় সঙ্গী নিত্য
দেখালে বাস্তব সত্য, বদল ভেবে ছাড়ে পথ্্য
হয় না সমাজ সংসারী।
সুন্দর শান্তির অন্বেষণে,তথ্য দর্শন নিলে মেনে
এক মিথ্যা গোপনে, শত সত্য বিসর্জনে
মধ্য গাঙ্গে ডুবায় তরী।
মান্যে অপরাধ,অমান্যে মিটে না সাধ
উভয় কুলে প্রতিবাদ,খিচুড়ী সংবাদ
সহে না বিষের জ্বালা আহামরি।