Friday, September 20, 2019

অশ্রু বিনীত // সুকান্ত মজুমদার

 অশ্রু বিনীত    // সুকান্ত মজুমদার


কি সব অরণ্য রোদনের বিবিধ 
অনুরাগ সম্মোহন আশ্রিত
এ আমির প্রতিক্ষণ!

অসম্ভবের যত সব করুণ
সজল প্রয়াস,সহজাত বৈশিষ্ট্যে
অশ্রু বিনীত কবিতা হতে চায়।তুমি বিশেষ কেউ যখন
শান্তি রূপী শরৎ হয়ে উঠলেনা
দিলেইনা প্রতিক্ষার প্রহরে
মোহ রূপী শিশির ভেজা আশ্বাস -


হয়ে উঠলেনা সে আঙিনা
যেখানে ঝরতে চেয়েছিল
ভালোলাগার স্নিগ্ধ শিউলিরা। 
প্রত্যাশার উদাসী নীল আকাশে


ভাষাহীন তুলো মেঘের প্রচ্ছদে
কিছুই না বলার সৌজন্যে
হয়ে উঠলে চাতক মনের দুঃস্বপ্ন।