Saturday, September 28, 2019

আদর // মাধব মন্ডল


আদর  //  মাধব মন্ডল

অতিরিক্ত আদরে
পোষ মেনেছে বাঁদরে
দাদুর সঙ্গে ভাব জমায়
কাঁধে বসে টাক জমায়
জমাতে গিয়ে রক্ত টাকে
ফোনে ফোনে ডাক্তার ডাকে।

দাদু তখন ভাবছিল
মানুষ পুষলে লাভ ছিল।