Wednesday, September 4, 2019

পুজোর ছড়া // বিশ্বনাথ পালপুজো আসছে পুজো আসছে
গন্ধে আকুল মন।
পুজো আসছে পুজো আসছে
উজ্বল কাশের বন।।

পুজো আসছে গান ভাসছে
মন নাচছে তাই।
পুজো আসছে প্রতিমা হচ্ছে
বাজবে যে সানাই। 

নেউল- নিতাই  দাঁড়িয়ে আছে
সাজাবে দালান বলে। 
পুজো আসছে বলেই শিউলি
হাসছে তালে তালে। 

পুকুর দেখো পদ্মে ভরা, 
ছন্দে ভরা মন
গরীব দুঃখীর  পোষাক বিলি
মিডিয়ার  আমন্ত্রণ। 

মায়ের ডাকে মিলতে হলে
চাই যে নতুন পোষাক। 
অসুর সনে করতে লড়াই
যাক না প্রাণ যাক।। 

ঘরে বাইরে শত্রু অনেক
চাপের মুখে দেশ। 
দেশ জননীই মা জননী
শত্রু করবো শেষ।।