Wednesday, September 11, 2019

মানুষ হইল না // তৈমুর খানমানুষ হইল না   //   তৈমুর খান


মানুষেরা কেন মানুষ হইল না  ? 
দেবতা আসিল 
মনীষী আসিল 
গ্রন্থ আসিল 
আলোয় পথঘাট ছয়লাপ হইল 
করুণা করিবার মহাশয় আসিলেন 
উদ্ধার করিবার ত্রাতা আসিলেন 
প্রেম বিলাইবার প্রেমিক আসিলেন 
চেতনা জাগাইবার চিদানন্দ আসিলেন 
সবাই কাপড় পরিল 
নখ কাটিল 
ভাষা শিখিল 
বিবাহ করিল 
ঘর বানাইল 
রাস্তা বানাইল 
চুল আঁচড়াইল 
বাজার বসাইল 
হাসিল 
কাঁদিল 
দৌড়াইল 
হাঁটিল 
জন্ম দেখিল 
মৃত্যু দেখিল 
চুমু খাইল 
রাত্রি জাগিল 
তবু মানুষ হইল না 
প্রত্যেকেই নিজের ভিতর এক হিংস্র জন্তু পুষিল ।