Thursday, September 12, 2019

আগমনী গান ---- সুমিত মোদক


আগমনী গান ---- সুমিত মোদককেমন আছিস সময় !
কেমন আছে আমার বাদাবনের কাদাজল ,
আমাদের সুন্দরবন !

এখনও কি আমাদের ছেলেবেলার মতো 
শিশুরা কাদামাটি মাখে !
নেয় , সোঁদামাটির ঘ্রাণ !
মাঠের মাঝে  সেই কুঁড়ে গুলোয় এখনও কি চাষিরা ভরদুপুরে একটু জিরিয়ে নেয় !
কাকতাড়ুয়া গুলো হাত পা নাড়ে আগের মতো !
সেই আগের মতো কাকতাড়ুয়া কাকতাড়ুয়া খেলে ছেলেরা !

সে সময় আমরা প্রত্যেকেই এক একটা কাকতাড়ুয়া ;
সেই পুরানো ছেঁড়া জামা প্যান্টে হাড় জিরজিরে শরীরে বাবা -মার সঙ্গে মাঠে- ঘাটে- সবজি ক্ষেতে ...
ভাতের ফ্যানও নুন দিয়ে তখন মহার্ঘ্য ;
প্রায় প্রতিটি বাড়িতে নুন আনতে পান্তা ফুরানোর গল্প ;

জ্ঞান হতে না হতে বাবা নদীর ওপারের জঙ্গলে মধু ভাঙতে গিয়ে চলে গেল বাঘের পেটে ;
আর আমরা তখন পেটের তাগিদ দিয়ে শহরের পথে ,
ভিন রাজ্যে ;
সেই থেকে আমি জন্মভিটে ছেড়ে দূরে , বহু দূরে , এ শহরে ;
এখানে আমি টিকে আছি , টিকে থাকতে হয় ;
অথচ , আমার বাঁচার মন্ত্র আমাদের বাদাবনের কাদাজলে ;

এখনও কি নদীর বুকে থেকে ভেসে আসে 
জেলে মাঝির ভাটিয়ালি গান ,
আগমনী সুর !
এখনও কি আগের মতো খাঁড়িপথ থেকে তুলে নিয়ে যায় মানুষখেকো !
এখনও কি গ্রামের আটচালায় বসে দক্ষিণরায়ের পালা গান !

জানিস সময় , আমার ছেলেটা  এখন হাতে ধরার মতো হয়ে গেছে  ; 
এখন সে মাস গেলে বেশ ভালো টাকা রোজগারও করে ;
এবার ভাবছি , আমি ফিরে যাব , পূজার আগেই 
আমার পাড়া গাঁয়ে ;
আমাদের জল-জঙ্গলের দেশে ,
আমাদের সুন্দরবনে ;
আর আমি আগমনীর গান গাইবো শৈশবের চরাচর ভূমিতে ;

সময় , আমার জন্য রাখিস শিউলি ফুল ,
আমার জন্য রাখিস শালুক , কাশফুল , ঢাকের কাঠি . ... 
আমার জন্য রাখিস সময় ।।