Tuesday, September 10, 2019

কুহেলিকা / / সত্যেন্দ্রনাথ পাইন

কুহেলিকা  / / সত্যেন্দ্রনাথ পাইনআপনার ভেবে যারে দিয়েছিনু মন
সে কখনো মোরে করেনি আপন।

আপনার ভেবে বলেছি যারে শত কথা
বোঝেনি এতটুকু মোর হৃদি ব্যথা।

সে নারী, সে অনাদি ব্রহ্মচারী
আপনার পথে চলতে নিপুন সহচরী।

অন্ধ মোহে আজন্ম বেঁধে রাখি তারে
ছয় ঋতু থাকবে প্রেম কারাগারে-- 
চলে গেছে ফেলি, পড়েছে যবনিকা

হে বিধাতা, এই কি মোর ভাগ্য লিখা?
সে কথা স্মরণ করে হই ব্যথাতুর
এ বিশ্বমাঝে সবই মরীচিকা, নয়কো মধুর।

মুহুর্তে যৌবনের ঐ মত্ত অহমিকা
শোনালো আমারে, মিলনের মস্ত কুহেলিকা।।