Wednesday, September 25, 2019

দৃষ্টিভঙ্গি --- ডি কে পাল


দৃষ্টিভঙ্গি  --- ডি কে পাল


এই পৃথিবীর কোন কিছুই
নগণ্য বা তুচ্ছ নয়;
সবাই সবার ক্ষেত্রে বড়
আপন আভায় উচ্চ হয়।

আমরা যাঁকে ক্ষুদ্র ভাবি
হয়তো তিনি ক্ষুদ্র নয়;
বাহির দেখে মূল্যায়নে
অনেক কিছু ভ্রান্তি হয়।

ক্ষুদ্র কোন বটের বীজে
মহিরুহ নিহিত;
উপেক্ষা বা অবহেলা
কক্ষনো নয় বিহিত।

ঝিনুক, বুকে মুক্তা ধরে
নিরেট খাঁটি সত্য হয়;
ছাই এর ভিতর রতন মেলে
জ্ঞানির মুখে কথ্য হয়।

ছোট বড় গরিব দুখি
এসব নহে বিচার্য;
তুচ্ছ লোকও সাধু সঙ্গে
পেতেও পারে রিচার্জও।

মানুষ ছেপে মানবতা
সবার উপর দাঁড়িয়ে;
মূল্যয়নে অকুণ্ঠ হই
বুক ও বাহু বাড়িয়ে।

ইতিবাচক দৃষ্টিভঙ্গি
আনতে পারে অটল সুখ;
কেউ ছোট নয় সবাই বড়
বুকের সাথে বাধুন বুক।