Sunday, August 4, 2019

প্রাপ্তি চরিত // সুকান্ত মজুমদার


sukanta majumdar


কিছু পাওয়া, কুলহারা ভাসমান 
তরি এদিক ওদিক দোদুল্যমান,
ভেসে যাওয়া মন
অতৃপ্তের পরিমার্জিত গন্ধ
খুঁজতে যায় সে পাওয়ার গভীরে
আর কিছুটা মোহের ভৌম জল
আরো খানিক তৃপ্তি,
ছুঁতে উদ্যত নিস্পৃহ রসাতল। সমীপ আত্ম আত্মীয় সহচরী
বিষাদ সিন্ধু খনন করে
অলস নৈরাশ্যের হ্রদে, 
যেখানে কিছু না পাওয়ার
বাহু বেষ্টনী আরো চেপে ধরে -
না পাওয়াওতো একরূপ পাওয়া
সে কথায় লেখা হয়
আগমন ও প্রস্থানের চরে।