Tuesday, August 6, 2019

কর্মই ধর্ম // ডি কে পাল

ডি কে পালসুকর্মকে ধর্ম মেনে
জীবন যাপন করেন যেঁ;
কর্ম ফলের প্রাপ্তি সুধা
হৃদয় পেতে ধরেন সেঁ।


সৃষ্টি সেরা মানব জাতি
কর্মফলের বাইরে নয়,
মন্দ -ভাল, সকল কিছু;
কর্মগুণে প্রাপ্তি হয়।


বিচার- বুদ্ধি,  জ্ঞান-গরিমা
হ্রাস পেলে সে মানুষ নয়;
পশু হয়ে বেঁচে থাকার
তার কি কোন মানে হয়?


জন্ম হলেই মৃত্যু হবে
এই কথাটা --অকাট্য,
ক্ষণস্হায়ী মানব জীবন
তাই করে নাও সুপাঠ্য।


স্বার্থপর আর কর্ম বিমুখ
মরার আগেই মরে যায়,
কেউ রাখে না তাদের খবর
বর্জ্যসম ঝরে যায়।


জীবনটা যেঁ পরের হিতে
পার করে দেন নিমেষে;
মানব মনের মণিকোঠায়
শ্রদ্ধাভরে থাকেন সেঁ।