Tuesday, August 20, 2019

মৌ ললোনা // ডি কে পাল

মৌ ললোনা  //  ডি কে পালফুল ঝুলনায় দুলছো সুখে
মৌ ললোনা;
ফুল বিহারে নাও না আমায়
না ব'লো না।

ফুলের সাথে দুলবো ব'লে
রই দাঁড়িয়ে;
মুগ্ধ আমার ইচ্ছাকে নাও
হাত বাড়িয়ে।

 ফুলের দোলে হৃদয়মেলে
হাসতে পারি;
প্রজাপতির চাইতে ভাল
বাসতে বাসতে পারি।

আমায় দে'খ পড়বে মনে
অনেক স্মৃতি;
গভীর থেকে গভীর হবে
প্রণয় প্রীতি।

ফুলের সাথে ফুলের দোলায়
শুধুই দু'জন;
ফুল ফোটাব,গন্ধ-সুধায়
ভরবে ভূবন।