Saturday, August 24, 2019

থেমে আছি / / অপূর্ব শীট

থেমে আছি  / / অপূর্ব শীট


কতদিন যেন থেমে আছি 
আবিলতায় অলসতায় !

সময় যেন
চুপিসারে দরজায় টোকা দেবে কি না 
দোটানায় বসে আছে চুপচাপ ||

ওপাশে শারদের শিউলি 
রোজ ভোরে 
ঝরে
 বেদনার সংগীতের মতো !

দুটি কচি হাত স্পষ্ট কিছু আঙ্গুলের 
ছোঁয়ায় সেও তো ধন্য হয় !
কত যুগ যুগান্তরের দুটি হাতের 
ছোঁয়ায় শিউলির গাছগুলি বাঁচে 
শুধু শারদের দিনগুলি
ফুলগুলি ঝরায় |

আমার জীবনের থেমে থাকা সময়টুকু
কেউ লুফে নেবে ভেবে বসে থাকি 
চৌকাঠের ওপারে 
শীর্ণতার সমস্ত ছাপ দুঃশ্চিন্তার মতো 
 তার কপালের ভাঁজে .. ..

এভাবে কি বেঁচে থাকা বলে
চিলের ঠোঁটে জ্যান্ত ইঁদুরের মত  ?

এভাবেই কতদিন বেঁচে আছি |


 দুয়ারে টোকা দিয়ে 
তবুও ফিরে গেছে শারদ  ||