Friday, July 26, 2019

কখন সে আসে // রণেশ রায়

talkontalk.com


ধীরে ধীরে প্রহর শেষে
রাতের আঁধার কেটে যায়,
উদয়ের পথ ধরে
পূবের আলো দিগন্ত ছড়ায়,
ভোরের কলি ফুল হয়ে ফোটে


মৃদুমন্দ বাতাসের গুঞ্জনে
পাপড়ি মেলে একে একে
ধীরে ধীরে ফুলের প্রস্ফুটনে,
সৌরভ ছড়ায় দিকে দিকে
কল কল রবে পাহাড় বেয়ে


ঝর্না মেলে এসে নদীতে
প্রবাহ সংগীতে নদী মেলে মোহনায়,
জীবনের কোলাহল দিনে রাতে।

সময়ের প্রবাহ বয়ে পৌঁছে যাই দিগন্তে
সূর্য অস্ত যায় গোধূলি বেলায়
দিগন্ত রেখা ধরে কোন সে প্রত্যন্তে,
সন্ধ্যা নামে আঁধার ঘনায়


রজনী অপেক্ষায় পূর্ণিমার জ্যোৎস্নায়,
দিনান্তে আমি বসে কখন সে আসে
নিঃশব্দে নীরবে গুটি গুটি পায়ে


মিলি মোরা দুজনে সব কাজ শেষে,
এপারের খেয়া বেয়ে যেতে হবে ওপারে
দিগন্ত শেষে অজান পারে।