Saturday, January 12, 2019

আবৃত্তি উৎসব

আবৃত্তি উৎসবপশ্চিমবঙ্গের বৃহত্তর বাচিক শিল্পের সম্মেলন
সারাবাংলা আবৃত্তি উৎসব
আয়ােজন : শম্পা সাহিত্য পত্রিকা
৩০ তম বর্ষ ১৮ই নভেম্বর ২০১৮ রবিবার

হাওড়া জেলার পেঁড়াে গ্রামে
পরিচালনা : পেঁড়াে সংগঠনী সংঘ
উল্লেখযোগ্য উপস্থিতি
রুদ্রপ্রসাদ সেনগুপ্ত,
সতীনাথ মুখােপাধ্যায় ,
জগন্নাথ বসু , উর্মিমালা বসু
সৈয়দ আজীজ (ঢাকা)
ডঃ মীনাক্ষি সিংহ ,
সুমন্ত্র সেনগুপ্ত,
মহুল কবিতার ব্যান্ড ,
শ্রুতি মঞ্জিল ,
চন্দ্রমৌলী বন্দ্যোপাধ্যায়,
ডা: বাসুদেব ভট্টাচার্য,
মেঠো পথ থিয়েটার (ঢাকা)
প্রমুখ।
আপনিও আমন্ত্রিত

সমস্ত রকম যােগাযােগ
স্বপন নন্দী মােবাইল নং
7699249928

যাঁদের ধারাবাহিক অংশগ্রহণে
সমৃদ্ধ হয়েছে শম্পার আবৃত্তি উৎসব

অমিয় চট্টোপাধ্যায় দেবদুলাল বন্দ্যোপাধায় অর্ধেন্দু মুখােপাধ্যায়
উপেন তরফদার প্রদীপ ঘােষ পার্থ , গৌরী ঘােষ ,
জগন্নাথ বসু উর্মিমালা বসু, ব্রততী বন্দ্যোপাধ্যায় ,
অমিতাভ বাগচী  , সতীনাথ মুখােপাধ্যায় ,
উৎপল কুণ্ড ,রজত বন্দ্যোপাধ্যায় ,
রত্না মিত্র , কৌশিক সেন , অরুময় বন্দ্যোপাধ্যায় ,
স্বাতী বন্দ্যোপাধ্যায় , সুমন্ত্র সেনগুপ্ত,  রঞ্জনা সেনগুপ্ত ,
দেবাশিস বসু , নূপুর বস ,প্রমােদ বসু , ঈশিতা দাস  অধিকারী ,
শােভনসুন্দর বসু , বিজলক্ষ্মী বর্মণ  , কাজল সুর , প্রণতি ঠাকুর
, মীনাক্ষি সিংহ , মৌ ভট্টাচাৰ্য্য , বাসুদেব ভট্টাচার্য পূজন ঘােষ
চন্দন মজুমদার পাপিয়া দে শ্রীতমা মুখােপাধ্যায় , দেবযানী আইচ ,
কৌস্তব তরফদার , পরিমল চক্রবর্তী , সােমনাথ দে ,
দীনেশ দাস , চিন্ময় নন্দী , চন্দ্রমৌলী বন্দ্যোপাধ্যায় ,
দেবেশ ঠাকুর , দেবাশিস চক্রবর্তী , হারাধন বন্দ্যোপাধ্যায় ,
পঙ্কজ সাহা  ,মাধবী মুখােপাধ্যায় , বিভু ভট্টাচাৰ্য্য ,
দীপঙ্কর চট্টোপাধ্যায় অপূর্ব দত্ত , সুবােধ সরকার  ,
শুভ দাশগুপ্ত , ভবানী প্রসাদ মজুমদার , রামচন্দ্র পাল  ,
পঙ্কজ দত্ত ,নজরুল ইসলাম ,অনুপ মতিলাল ,
সৌমিত্র চট্টোপাধ্যায়
প্রমুখ