Thursday, January 24, 2019

ইখানে আছে // হুড়কা

ইখানে আছে  //  হুড়কা

ইখানে আছে শুখা নদী পলাশ বন
ট্যাঁইড় টিকর ডাঙা,
ডুংরি আজও গল্প শুনায়
দাদুর দাদু করেছিল সাঙ্হা৷
ইখানে আছে গতর খাটা চাষাভুষা
দিনমজুর বাগালের মান,
আখড়ায় আখড়ায় গুমরে উঠা
বাপ দাদুদের গাওয়া ঝুমৈর গান৷
ইখানে আছে বাঁদনা ছাতা
জাওয়া জিতা করম,
মাদৈলের ধিতাং তালে হুদকে উঠে মনটা
নাচতে কিসের শরম৷
ইখানে আছে রূখামাটি সনার ফসল
গায়ের জোরেই বাঁচা
কষ্ট ভুলে রঙে রিঝে
তালে তালে নাচা৷
ইখানে আছে মন আনচান
পাথর চাটান বুক,
সজনীলো তর পিরিতি মনে পড়লে
ঝুমৈর গাঁহেই সুখ৷