Tuesday, January 22, 2019

আমিও সাথী // রণেশ রায়

আমিও সাথী  //  রণেশ রায়


তোমার চোখে বিরামহীন অশ্রু
সে অশ্রুতে জ্বালা ভুখার
রেখে যায় শোষণের আকার
সে তোমার নিত্য সহচর
আঁখি পরে তোমার অশ্রু ঝরে
সে অশ্রু বাস্প হয়ে ওড়ে
বাতাস বাষ্পকূল তোমার বেদনায়
ঘৃণার আগুন জ্বলে তোমার চেতনায়
অশ্রুর আরশিতে চিনে নাও নিজেকে
প্লাবন নামে  চোখের অশ্রুতে  
আকাশে বাষ্প বজ্র হয়ে ওঠে
ঘৃণার অগ্নুৎপাত তোমার জীবনে
তোমার দেখি যুদ্ধের সাজ

চেতনার আরশিতে তোমার
জেগে ওঠে সত্তা আমার
আমিও তোমার লড়াইয়ের সাথী
চল  যাই শুকনো পাতায় আগুন জ্বালি I