Wednesday, January 16, 2019

এই কারণে // বিপ্লব ঘোষ


এই কারণে  // বিপ্লব ঘোষ

হচ্ছে যখন জলের মতো,
যে পথ আলো দেবে বলে
টিমটিম তারাকে কবিতার  চোখের কাজল ভাবত
সে কোথায় ?

আমি তোমার মতো
আগুনকে জল   ভেবে বার বার ভুল করেছি
তাও
একটাও জোনাকি আমাকে আঙুল দিয়ে
পাহাড়টা ছোটো করে দেয়নি ।

যা আছে
যেখানে আছে
সব প্রতিপলে ছবি হয়ে পড়ে থাকছে

তোমার রুমালের সুতোতে ।