Saturday, January 19, 2019

কবিতা // রণেশ রায়


 রণেশ রায়

কবিতা, তুমি উদয় তুমি অস্ত
তুমি আলো তুমি আঁধার
তুমি ভাবি তুমি ইহ তুমি অন্ত
তুমি মহাকাল আমার চেতনায়
তুমি আশা তুমি ভরসা
সুখ দুঃখ মালা গাঁথে তোমার ভাষায়
তুমি রাতের জ্যোৎস্না, প্রেম আমার
তোমার নির্যাস আমাকে ভাবায়
জীবনের কথা বলে কবিতা
কবিতা জীবন যুদ্ধের খেয়া বায়
বেদনার  ফুল ফোটে ছন্দ মালায়
কবিতা তুমি মেঘ ভেঙে বৃষ্টি, তুমি সৃষ্টি
স্মৃতি বিস্মৃতির মিলন বন্ধন কবিতায়
মেলো এসে আমার বাসর শয্যায়।