Friday, January 25, 2019

কৃষ্ণকলির আক্ষেপ // মৌ সাহা

কৃষ্ণকলির আক্ষেপ  //  মৌ সাহা

       
ও মেয়ে, তোর নাম কিরে?
মায়ে-বাপে নাম দিছিলো ফুলমতি।
গেঁরামের ব্যাক মাইনসে কয় শুধু মতি।
বাহ্.. ভারী সুন্দর নামরে তোর।
আচ্ছা.. আমি তোকে ফুল বলেই ডাকবো।
ও ফুল তুই থাকিস কোথায়?
ঐযে দেখাযায় সেই ছোট্ট গেঁরামটাই।
তোর হাসিটাতো খুব মিষ্টি, ফুল।
আচ্ছা, ফুল তুই বিয়ে করেছিস?
হেইডাই ছিলো মোর বড় ভুল।
কেন?এ কথা বললি কেনরে?
ঐযে গতরডা ছিলো কালা,
তাই সুয়ামীও রাখেনিকো ঘরে।
বিয়ার সময় নগদ পঁচিশ হাজার নিছিলো।
হে মোরে বালোই বাসেনা গো দিদি।
ওমা...একি বলছিস রে..
তাহলে তুই এখন কোথায় থাকিস?
গেঁরামের মাতবরের বাড়িতে কাম করি,
আর থাকি রেল লাইনের পাশের বস্তিতে।
মাঝে মাঝে ফুলের মালা বেচি বড় রাস্তায়।
সাহেবরা মালা কিনে, খারাপ কথাও কয়।
ও ফুল, তোর খুব কষ্টহয় নারে?
কি আর হবি সে কথা আপনেরে বলে।
হক্কলে মোরে কয়,ঐযে দ্যাখো কালা যায়।
ও ফুল, তুই সাজতে পারিস?
আগে পারতাম,এহন শরম লাগে।
মাইনসে কয়,চেহেরার যে ছুড়ত,
এত সাজগোজের কি দরকার?