Saturday, January 26, 2019

থাকবে বন্ধনে // মিজানুর রহমান মিজান

থাকবে বন্ধনে  //  মিজানুর রহমান মিজান

প্রেম বাজারে ভেজালের জোয়ার
মন দিতে ভাবিও শতবার।।
অন্ধ বিশ্বাস কর না
স্বকীয়তা বজায় রাখ না
হঠাৎ করে লেনদেন মানা
বিজ্ঞজনের হাতে ফসল অভিজ্ঞতার।।
মিষ্টি মিষ্টি কথা কয়
দই বলে চুন চালান হয়
অন্তরে কুঠিলতা রয়
মান খোয়ায়ে নয় বিষয় ভাবার।।
প্রেমিক সুজন হয় যেজন
তার ভাবনা জীবন মরণ
এমন প্রেমিক হয় ক’জন
সময় নিয়ে পরখ করবে যখন
মিলবে সোনার ফসল থাকবে বন্ধন।।