Friday, January 11, 2019

কবি সুমিত বিশ্বাস


কবি সুমিত বিশ্বাস

ফুল
অনেক ফুল ফোটে
ভ্রমর তাতে জোটে।
সবাই কি পাই।
মায়ের চরণে ঠাঁই।
যার ভাগ্যে রয়
সেই তাে ভাগ্যবতী হয়
ঈশ্বরের ছোঁয়া পেতে
ফুল ফোটে পৃথিবীতে
কেউ বা ধুলায়
কেউবা পূজার থালায়
কেউবা গাঁথা মালা
কেউবা খায় পায়ের দলা
এইতাে ফুলের জীবন
কি করবে বেচারা ভুবন
তার বুকে ফুটিয়ে তারে
যন্ত্রনা পাই যদি কেউ রে।
তাই বলি ওরে ফুল।
করিসনা তুই ভুল।
ফোটার মতাে ফোট
পূজার থালায় জোট


আমার ঠিকানা কয় ?

ছােটো থেকে বড় হলাম ও সই
এত বাবার ঠিকানা আমার ঠিকানা কয় ?
পড়াশােনা সেরে বাবার বাড়ি ফিরি
ও সই বল না হলে তােকে দিব আঁড়ি
বিয়ের পরে বাবার বাড়ি ছাড়ি
আপন হল স্বামির বাড়ি।
বল না ও সই।
আমার বাড়ি কয় ? বৃদ্ধকালে নাতি কোলে
বাড়ির মালিক ছেলে।
ও সই কোথায় গেলে মিলে
আমার ঠিকানা এ ঠিকানা ছেলে।
নারী জীবন বড়ই কঠিনই
কখন নারী গর্ভধারীনি৷
নারী আবার মমতাময়ী
অসুরনাশিনী কৃপাময়ী।
তবুও নারীর জীবন পরাশ্রয়ী
এর জন্য সই তুই ...ই দায়ী।

নারীর স্বপ্ন
হে পুরুষ তুমি জান সিদুরের মর্ম
তুমি জান স্বামীর কি ধর্ম।
যে নারী আশায় বেধেছে ঘর।
তােমার সাথে স্বার্থে তাকে করলে পর।
তােমায় নিয়ে যে ভাসতে চেয়েছিল স্বপ্নখেয়ায়
আজ চরম আঘাত দিতে তার হিয়ায়।
তুমি শুধু ভাবলে তােমার কথা
প্রতি নিয়ত দিলে তাকে ব্যথা।
সে আজ তােমার কন্যার মা বলে
তারে দিলে দুরে ঠেলে।
তার কি দোষ তুমি বল
আখি তার ছল ছল৷
সে কন্যা জন্মিল তােমার আঁশে
সে আজ অগভীর সমুদ্রে ভাসে।
তুমি তাে পুত্র ভালােবাসাে
তাকে পেলেখিলখিলিয়ে হাসাে।
কিন্তু ভাবলে না কন্যাও পারে
তােমার পুত্র যা পারে ও না পারে।


vill+po-bejpara
Ps-berhampore
dist-murshidabad
state-west bengal
pin-742134