Saturday, January 19, 2019

বিবর্ণ সময় - মৌ সাহা

   মৌ সাহা।

ভালোবাসি,খুব ভালোবাসি,
যেমন করে শ্রাবণ ভালোবাসে বৃষ্টিকে।
কাছে আসতে চাই খুবকরে,
যেমন করে মোহনার কাছে যায় নদী।
ছুটে যেতে চাই উন্মাদের মত,
যেমন করে কানুর বাঁশীর টানে,ছুটেছে শ্রী রাধিকা।
এক নিমিষে বলে দেবো মনের যত কথা,
যেমন করে ক্ষণিক ঝড়ে কাঁপে চারুলতা;
হেঁটে যেতে চাই কিছুটা পথ,
যে পথের কোন আদি-অন্ত নেই।
মন খারাপের আজ অবসান,
ভুলে গিয়ে যত দুঃখ আর অভিমান।