Friday, January 11, 2019

কবি সন্দীপ মুখার্জ্জী

talkontalk


পরীক্ষা 
~~~~
প্রতিষেধক টিকা চাই ভাল থাকার,
ভাল লাগার ভালবাসার,
উত্তীর্ণ হওয়া নেশা কি আশা!
উন্মনা জিজীবিষা বাসি ফুল
কিছু কর্ষণে সোনা ওঠে কিছু গরল।

নিজেকে ধর্ষিত মনে হয় কখনও,
এ চাওয়া কি বেশি !
মুক্তবেণী চরিত্র সদৃশ 
দোদুল্যমান আত্মসম্মান নিজতা,
শেল আঘাতে জর্জরিত চোখের তরল।


-----অজ্ঞাত।।
.পথভোলা
সে ছন্দ-
দেহবল্লরী উত্তাল ঢেউ 
আছড়ে পড়েছিলো এ সায়রে,
হিল্লোল আর হিল্লোল সর্বঅঙ্গে--

সুরের বাঁশি ভুলে তুলে রেখে
সেই পথ ভোলানো বাঁকা বাঁকে
হারিয়ে হারিয়ে দিবাস্বপ্ন সব--

কাকে বলা যায় ক্রৌঞ্চ ক্রৌঞ্চী গোপন কথা,
মা বাবা ভাই বোন সখা সখী; কাকে,
অথবা আরাধ্য ঈশ্বর কে!
না যায় না বোধ হয় ---

সৃষ্টি নিয়মে স্থান শুন্য থাকে না--
সে সায়রে আজও ঢেউ ওঠে তরঙ্গায়িত
কারোর হিল্লোল আজও ইশারায় ডাকে,
সাড়া না দেয়,সাধ্য কি--

জানা হয় নি--
এ কি পথভ্রষ্ট পথভোলা নাকি পরকীয়া!

---------------------------------
.

সব সফলতা সুন্দর হয়না
কিছু কালি লেপা ও হয়--
সব সুখ সবার মাখা সয়না
পুরোনো খাতার কিছু পাতা
সাদা সাদা ই রয়-----

---অজ্ঞাত।।