Tuesday, January 22, 2019

জানি সবে // মিজানুর রহমান মিজান

জানি সবে  //  মিজানুর রহমান মিজান


একদিন লাশ হবে
চিরদিন থাকবে না ভবে।।
জীবনের ঘটবে সমাপ্তি
লোভ কেন রাখ অতি
দিনের শেষে আসে রাতি
নেই ব্যতিক্রম এ সবে।।
চাঁদ সুরুজ উঠে কি অনিয়মে
বয়সের ধারা বাড়ে কমে
অঙ্গ পরিবর্তিত ক্রমে ক্রমে
নিম্ন দিকে জল গড়িয়ে যাবে।।
নদী হয় না উজানমুখী
অতি লোভে নয় সুখি
আমলনামায় ভর নেকী
পরিত্রাণ ভাল কাজে, তা জানি সবে।।