Friday, January 11, 2019

কবি সুতপা চক্রবর্তী

কবি  সুতপা  চক্রবর্তী


মানবতা

সুতপা  চক্রবর্তী

দশটি টাকা হলে এক প্লেট
  ভাত যে পাওয়া যায়,
ছোট্ট শিশু নাম না জানা
   বারে বারে চায়।

রিক্সা ভাড়ার বিশটি টাকা
বড্ড হিসাব করে দেওয়া
তার থেকে দশটি টাকা
যায় কি আজ ওকে দেওয়া?

এই না ভেবে দশটি টাকা
বের করে অপু দেখে,
সেই শিশুটি পাশের দোকানে
  ঘাপটি মেরে দাঁড়িয়ে আছে।

ব্যাপার খানা বুঝতে সে
  এগিয়ে গিয়ে দেখে,
একটি বাবু গপগপিয়ে
বারগারে সস মাখে।

খাওনা বাবা,খাওনা সোনা
  বলছে শুধু মা যে,
পথের শিশু আড়াল থেকে
জিহবা শুধু চাটে।

সবটা দেখে অপু এবার
শিশুটাকে ডাকে,
টাকা পেয়ে শিশুটার
চোখে পানি আসে!

বেশ কয়েকদিন বাদে অপু
  আাবার সেথায় আসে,
বারগারটা হাতে পেয়ে
  শিশুটি  খুশি কোথায় রাখে?