Friday, January 25, 2019

বদলে গেছি // সীমা চক্রবর্তী

বদলে গেছি // সীমা চক্রবর্তী

 সত্যি তো আমি বদলে গেছি 
 আগের মতো নই 
 তাই চেতনা গুলোর মৃত্যু দেখেও 
 উদাস হয়ে রই। 
 বহুদিন আমার হয়না দেখা 
 নিঝুম রাতের আকাশ 
 পূর্ণ শশীর জ্যোৎস্নায় ভেজার 
 হয় না তো অবকাশ। 
 কাব্য ছন্দের মিলন তরে 
 ব্যাকুল নইতো আর 
 আঁকার খাতাও মলিন হয়েছে
 লুপ্ত রঙের বাহার। 
 ধূলোয় ঢাকা সঞ্চয়িতা       
 তেমনই থাকে পরে 
 মাকড়সা সেথায় মনের সুখে 
 আলপনা যায় গড়ে। 
 অপ্রাপ্তির বেড়া জালে 
 সত্যিই বদলে গেছি কতো 
 বইয়ের ভাঁজে পিষ্ট হওয়া 
 শুকনো গোলাপের মতো। 
 জ্বালাতে দীপক নিজেই জ্বলে 
 ঘর করেছি আলো 
 অস্থিরতা এই অসময়ে 
 বুঝি বদলে যাওয়াই ভালো।