Saturday, January 19, 2019

এইযে বাহিরের ভার্চুয়াল জগত - সাবিহা কুমুএখানে একসময় ফুলেফলে ভরা বাগান ছিল,
সব গাছগুলি মরে গেছে।
আজ এখানে মরুভুমি।
আজ এখানে অন্ধকার, আমি ফিরে ফিরে আসি, এই  বিসন্ন অন্ধকারে।
কোন কাকপক্ষীও নেই
খা খা, ধু ধু মরুভুমি।
ফিরে আসি এই মরুভুমিতে,অন্ধকারে
নিঃসংগতার সাথে গুমরে গুমরে কাদি এই বিরানভুমিতে, 
আর নিজের গোঙানি নিজেই শুনি।
তারপর ভাবি, একটা দুষ্ট গরুই নাহয় থাক,শুন্য গোয়ালের চেয়ে।
এইযে বাহিরের ভার্চুয়াল জগত,
অফিসে কৃতিম হাসি,বন্ধুদের আড্ডা,আত্বীয়স্বজন
এ সবকিছুই তো ফেইক,
তবে থাকনা একটা কিছু, মিথ্যে হলেও থাক।
তবুও তো কথা বলে, মিছেমিছি হলেও ,
বাচতে বলে,কাদায় আবার হাসায়
একটা মিথ্যে , তবুও থাক।