Tuesday, January 22, 2019

পালছেঁড়া নৌকা // মৌ সাহা


      
পালছেঁড়া নৌকা  //  মৌ সাহা

দীপ্ত আলো নিয়ে এসেছো সমাধী বেদীতে,
জীবৎ সে প্রদীপ পারোনি জ্বালাতে।
যে কুঁড়ি শুকিয়েছে ফোটার আগে,
কোন ফুলের মালা দিয়েছ অস্তরাগে?
হয়তো ছিলাম তোমার ভাবনার বাইরে,
কিন্তুু তুমি ছিলে আমার হৃদপিঞ্জর জুড়ে।
সুদূর নীল সাগরের গভীরতা দেখেছ।
কাজল চোখের অতলে হারাতে কি পেরেছ?
শত অভিমানের সুউচ্চ এক পাহাড় দারিয়ে।
আজ তোমার আমার ব্যথিত হৃদয়ে।
ব্যবধানের শুরুটা ঠিক কখন হয়েছিল,
সেদিনই শত দ্বিধায় ভালোবাসা হেরেছিল।
সেকি শুধুই ছিল ক্ষনিকের মোহ?
যার ফলস্বরূপ সৃষ্টি হয়েছে এই দ্রোহ।
তবে কি যেন একটা পিছুটান তাড়া করে,
পালছেঁড়া নৌকা যেমন করে ফেরে নীড়ে।
স্বপ্ন সায়রে অন্তপুরের পথিকের বেশে,
খুঁজেছি প্রশান্তি পাখীর ডানায় ভেসে।
ভীরু পায়ে নূপুরের করুন সুর ধ্বনিত,
প্রকৃতি তখন হয়েছিল সহসা স্তম্ভিত।