Saturday, January 12, 2019

পিয়ালী মিত্র চন্দ্র

পিয়ালী মিত্র চন্দ্র


গভীর থেকে 
হৃদয়ের পুরানো আবাসেই বসবাস 
যান্ত্রিকতার মায়াজালে আটকাই চৌকাঠ 
অকপট দৈন্যের স্রোতে অকৃপণ অভ্যাস 
গোধূলির পথে ওড়ে যূথিকার নির্যাস 

আজও  জ্বালি প্রতিদিন সন্ধ্যা প্রদীপ 
আপেক্ষায় নয় প্রতীক্ষায় পোড়ে সলতে 
কানা নদীর সালতি খানি বেয়ে 
নিভৃতে বাড়ে চোরা বালির বদ্বীপ 

যদি ইচ্ছা হয় সময় অপচয়ের 
যদি প্রয়োজন হয় আঁখি ও ওষ্ঠ 
সংগোপনে হৃদয় দেবো ভরে 
উজান টানে মূলধন হলেও নষ্ট 

সেদিনের সাজানো নিষিদ্ধ রাজ্যপাট 
নিশ্চিন্ত ঘুমে আজ অচেতনে 
সেদিনের অবচেতনে যা কিছু সঞ্চয় 
চিরকালের তরে মরেছে কি সচেতনে ?

এখনো ধিক ধিক জলে প্রনয়ের শিখা
এখনো ঈশানে জমে সোনালি রোদ 
সর্বনাশের সাতরঙা রামধনু রেখা 
গোপন প্রত্যাশায় গড়ে তোলে প্রতিরোধ 

আজীবন বহন করবো বিষ বেদনা 
বিশ্বাসের ঘরে লাগুক দমকা হাওয়া 
অন্তবিহীন যন্ত্রণা রক্তে দিক বিষাদ 
নিরবধি তবু জীবন তরী বাওয়া ।