Saturday, January 12, 2019

কবি শর্মিষ্ঠা

কবি শর্মিষ্ঠা

প্লেটোনিক 


                -   শর্মিষ্ঠা

তুই মানেই একলা আকাশ
মনখারাপের ঢেউ,
গড়িয়াহাটার ভিড়ের মাঝে,
দাঁড়িয়ে থাকা কেউ।।

তোর ছোঁয়াতেই আগুনরাতে
ইচ্ছামতির জল,
তোর টানেতেই যখন তখন
বৃষ্টি মাখার ছল।।

তোর কথাতেই বইয়ের পাড়ায়
বাউন্ডুলে হাঁটা,
চা-টেবিলে তুফান বেগে
কবতে লিখে কাটা।।

হাত ধরে তোর হারিয়ে যাওয়া
পৌষে, বোলপুরে,
তোর আশাতেই বাঁচাতে চাওয়া
আঁকড়ে কলম ধরে।।

স্মৃতির খাঁজে জড়াজড়ি
শিমূলরঙা ক্ষণ,
বয়সভোলে নৌবিলাসির
রাইকিশোরী মন।।

খামখেয়ালীর খেয়াল খাতায়
অধরাদের ছুঁই,
তিনসত‍্যি, তুই যে আমার
সত‍্যিকারের তুই।।