Saturday, January 12, 2019

ডাঃ এস এম মনিরুজ্জামান আকাশ


ডাঃ এস এম মনিরুজ্জামান আকাশ

বন্ধুত্বের  সম্পর্ক


বন্ধুর আত্মার সাথে বন্ধুর আত্না
এক হলে গড়ে উঠে অকৃতিম সখ্যতা
পায় রুপ ভাষা বন্ধুত্বের মাঝে
প্রকাশিত ও হয় তা বাড়ন্ত সমাজে
হয় মন উচ্ছাসিত বর্নিল মহীতে
বন্ধুর বিপদে যদি বন্ধু থাকে সাথে...
বন্ধু বলবে চলবে বন্ধুর তরে।
অবস্থানে দুরে থাকলেও বাস্তবতায় এক অন্তরে
' সম্পর্কহীন সম্পর্ক হলাে বন্ধুত্ব ধরায়।
অলিখিত সম্পর্কের বাঁধনে আত্না স্বত্তা জড়ায়
চেতনা যাতনা সাধ ও সাধ্যের সমন্বয়ে
বন্ধুত্বের সম্পর্ক বন্দন আজীবন যায় বয়ে...
অঘােষিত সম্পর্কই বন্ধুত্বের বন্ধন নামান্তরে
যা সুনিবিড় ভাবে চলে আসছে কালান্তরে
আজন্ম চাওয়া বন্ধুত্বের সম্পর্ক চিরদিন
জগতের মানুষকে ভালবাসায় রাখুক দীপ্ত অমলিন

(চাটমােহর, পানা)

ডাঃ এস এম মনিরুজ্জামান আকাশ ফৈলজানা ইউনিয়নের কচুগাড়ী  কচুগাড়ী গ্রামের মনােয়ারা
হালিম কাব্যকুণ্ডে ১৯৮৬ সালে ১৫ ই ডিসেম্বর জন্মগ্রহন করেন। পিতা  কবি ডাঃ আব্দুল হালিম
সরদার, মাতাঃ মনােয়ারা হালিম। যােগ্যতা বি এস এস (সম্মান) এম এস এস ( সমাজ বিজ্ঞান)
এম এম, এল এল বি । প্রকাশিত গ্রন্থ। তােমারি হতে (একক কাব্যগ্রন্থ) ৮০ টি (যৌথ  কাব্য গ্রন্থ)
মােবাইল: ০১৭১৩-৭৬৭১৫৭।

‘চলন বিলের পাড়ে
ডা: এস এম মনিরুজ্জামান আকাশ
বৃহত্তর বিল বাংলার বুকে বিলচলন,
সাড়া জাগানাে বৃহত্তম গ্রাম নাম তার কলম,
উত্তর বঙ্গের তিনটি জেলার অংশ নিয়ে,
আছে সুপ্রসিদ্ধ চলনবিল ঘুমিয়ে।
পাবনা নাটোর সিরাজগঞ্জ তিনটি জেলা,
করেছে চলন বিলকে অর্থবহ উজালা,
তিনটি জেলার নয়টি উপজেলা মিলে,
করেছে তাৎপর্যে অনবদ্য বিশাল চলন বিলে।
চলনবিলের দক্ষিন পাড়ের একটি উপজেলা,
নামটি তার চাটমােহর নয়তাে হেলাফেলা,
চলন বিলের চাটমােহরে জন্ম আমার বলে
, হয়েছি বড় চলন বিলের আলাে বাতাস জলে।
লাগে ভালাে ভেবে তাই চলন বিলের কথা,
পূর্নতা পাই যখন বুঝি বিলের যথার্থতা,
ধন্য জন্মস্থান ফৈজানার কচুগাড়ী গ্রাম,

ভাবি কবে ছড়াৰ সাফল্যে চলন বিলের নাম।