Friday, January 18, 2019

তিলোত্তমা তুমিও ! শ্যামল কুমার রায়,

শ্যামল কুমার রায়,

ঘোলাটে চাঁদ ঘন কালো আকাশ 
       তিলোত্তমার বুকে বিষাক্ত নিঃশ্বাস।
      প্রিয়তমা ছেড়ে মেঠো পথ হতে দূরে 
      গগনচুম্বী অট্টালিকায় জীবন্ত এক লাশ।।
          একঘেয়ে জীবন, নিত্য অনটন 
            দীর্ঘশ্বাস হায় , পরকীয়া চায় ।
               মধ্যরাত , নিয়নের আলো 
             শ্রীতমার তনু কে যেন ছুঁলো ।।
       রাত জাগা চোখ , নেশাখোর লোক
         কামনা বাসনা সবই মেটালো।
      স্যার, স্যার করে , পিছু পিছু ঘোরে , 
      টিপস্ এর লোভে হাত পেতে মরে।।
    লিপস্টিক ঠোঁট, আই লাইনার চোখ , 
   কাঁচ ঢাকা গাড়ি, সুইট্ এ শুয়ে নগ্ন সুন্দরী।
        দাপুটে লোক , কামুক গোলক
     কাক ভোর হল , মুখোশ পরে নিল।।
         অভাব অনটন , অসহায় মন
 পরিস্থিতির চাপে সমঝোতা সারাক্ষণ ।
   বিবেকের দংশন ক্ষত বিক্ষত করে
    অসহায় নারী গুমরে কেঁদে মরে।।