Thursday, November 15, 2018

মায়ের আশীষ - মীরা চক্রবর্তী

talkontalk.com

            
দুর্গা মায়ের সাজ সেজেছি 
এবার নতুন সাজে 
বিশ্বজননী আসছে আবার 
এই বিশ্বের মাঝে ।।
জননী তোমার আকুল নয়ন 
সন্তান তরে কাঁদে ,
দীনতার ধুলি ঝেড়ে ফেল সব 
বেঁধনা নতুন ফাঁদে ।।
অমাবস্যার রাতে এসে তুমি 
কতো না আলোক জ্বালালে,
মনের কালিমা ঝেড়ে ফেলে সব 
নতুন আলোকে মিলালে ।।
তুমি এনে দাও সবার জীবনে 
নিত্য নুতন প্রান ,
পাপী তাপী সব অনাচার ভুলে 
গাহিবে তোমার গান ।।
অহংকারের বাক্ বাণী সব 
ভেঙ্গে করো চুরমার
তোমার ছোঁয়ায় ওগো মা জননী 
হবে সব একাকার ।।
বিশ্বে রয়েছে যতো ভাই বোন 
সবাই সবার জন্য ,
গাহিবে তোমার জয়গান মাগো 
নিজেকে করিতে ধন্য ।।