সুমনা, কেমন আছ?
তুমিতো খারাপ থাক না
ভালো থাকাই তোমার রীতি,
জানতে চেয়েছ আমি কেমন,
আমি ভালো মন্দ মিলিয়ে
যখন পুরোনো কথা মনে পড়ে
মনটা খারাপ হয়
ভালো থাকতে পারি না
কোথায় যেন একটা ব্যথা,
ফুরিয়ে গেছি আজ
একটা অবসাদ পেয়ে বসে,
কিন্তু যখনই ভাবি
আজের এই দিনান্তে
লেনদেন সমান
দেবার যেমন নেই পাবারও নেই,
মনটা চাঙ্গা হয়ে ওঠে
দেনার সঙ্গে পাওনা যেমন
তেমনি সুখের সঙ্গে দুঃখ,
একবিন্দুতে এসে মেলে,
পরস্পর কাটাকাটি
স্বাদ বিস্বাদ একাকার
ভালো খারাপে সমান সমান,
তবে আর খারাপ থাকা কেন?
আমিও ভালো আছি, ঠিক তুমি যেমন
তুমি ভালো থাকলে আমি মন্দ
ভালো মন্দ মিলে শূন্য
তাই আমিও ভালো
এখনো কি সন্দ!
দুজনের নাই বা মিল হোলো।
===================
ভয় কিসে
ভয় কিসে বর্জনে
আপত্তি করি না গ্রহণে
জানি আমি যদি থাকে গ্রহণ
তার পিছে উপস্থিত বর্জন
গ্রহণ বর্জনের সঙ্গমে
নতুনের জনম
আজ তুমি করলে আমায় বর্জন
যদি শুধরে নিই নিজেকে
কাল তুমি করবে আমায় বরণ
তোমার বর্জনে আমার উন্নয়ন
তাইতো আবার আমায়
করবে তুমি গ্রহণ
এ নিয়ম যে শ্বাশ্বত চিরন্তন
যদি কর তাকে খন্ডন
দেউলিয়া তুমি
সর্বনাশ তোমায় করবে ভক্ষণ।
নালিশ
বললে প্রতিবাদ করবে , তা কর,
কিন্তু কার বিরুদ্ধে প্রতিবাদ, যদি বলো ,
আমার বিরুদ্ধে ওর বিরুদ্ধে কার বিরুদ্ধে ?
কিছুক্ষণ চুপ করে থেকে বলল
না , কারো বিরুদ্ধে নয় , নিজের বিরুদ্ধে l
কেন, তুমি তো খুব ভালো
সাথে পাছে থাক না
ঘর করে আলো
তফাতে আছ কত
কারও সঙ্গে বিবাদে যাও না
কেমন খেলে
গুগল রথ চড়ে
খোকাবাবু ঘোরে,
সকাল সন্ধ্যে ধরে
সারা দুনিয়া ভরে,
খিদেতে সে কাত
জোটে না মাছ ভাত।
চড়ে অন্ লাইনে
মা’কে ডেকে আনে,
মা ঘরে রান্না করে
পাঠিয়ে দেন মে’লে,
এবার তুমি বল,
খাবার কেমন খেলে?