Wednesday, October 31, 2018

হারানো সুর - ডঃ কৌশিক ঘোষ

বোলপুর, শান্তিনিকেতন

আমার কবিতার শব্দের মধ্যে
মধুর সঙ্গীত খুঁজতে খুঁজতে
খুঁড়ে ফেলি মনের আঙিনা
নির্ঝরের স্বপ্নভঙ্গের আমি
ভেঙে ঢুরে প্রথম প্রেমের পাথর
স্মৃতির পাতায় শুধু চেয়ে দেখি
তুমি আজ কত দিন অহল্যা হয়ে
আমার প্রতীক্ষায় প্রহর গুনেছো
আমার কবিতার স্নিগ্ধ আলোর ভোরে।
আমি এই প্রথম প্রেমের অন্তরালে
লুকিয়ে অন্ধকারে আত্মগোপন করে
শুধু গুমরে গুমরে কেঁদে ভেসে গেলেও
তোমার আলোর শিখা অনির্বাণে প্রজ্জ্বলিত
হয়ে ওঠে দ্রুত গতিতে এই বিরহী অন্তরে
নদীর স্রোতে তোমার চেতনার প্রদীপের
আলোর ভোরে তুমি ভুল করে আমার
আমি কে চিনতে পারলে পৃথিবীর সবচেয়ে
কাছের বন্ধু বলে আমি গর্বিত মনে আপ্লুত
হয়ে আবার ফেরার পথ খুঁজে পেলাম।
আমার কাব্য নদীর তীরে আজ তুমি বসে
গালে অশ্রুসিক্ত রেখা, আমাকে হারিয়ে
হারিয়ে দিলে হয়তোবা নিজেকে।।