Wednesday, October 31, 2018

দুঃখ তুমি কার - কাম্রুন নাহার

দুঃখ
দরজার এ প্রান্তের দুঃখ
দরজার ও প্রান্তের দুঃখ
দরজার মাঝখানের দুঃখ
ওগো দুঃখ তুমি কার?
talkontalk.com
তুমি এলে পরে ঝাপসা হয় চোখ
স্মৃতিরা ফিরে ফিরে চায়
আমায় কাঁদায়
ওগো দুঃখ তুমি কার?

সন্ধ্যের শেষে যবে চারিদিক হয় অন্ধকার
অমানিশার ন্যায় কালো
আমার হৃদয়য়েও তো ফেলে
সেই একই আলো

কালো ভীষণ কালো।
ভালোবাসা ভেবেছিলেম যারে
সব কিছু মিছে যেন মুহূর্তে
এই এক জীবনে তাও কি দেখার ছিল
আপন হল পর স্মৃতি হল ভর
সেই ভারে আমি কুপোকাত

এও কি ছিল দেখার এ এক জীবনে
কত কিছুই দেখা হলো 
মেনে নিতে হল

রাতের আধারে যখন একা কাঁদি
শুনি রবীন্দ্র গীতি
পাশের দ্বারে সেওতো কাঁদে একা নিবিড়ে
মাঝখানে ব্যবধান এই কঠিন দেয়াল
তবুও দুঃখ তুমি কার?

ভালোবাসা আর ভালোবাসাহীনতার
যে কঠিন বন্ধুত্ব
আজ যেন তা তোমার আমার 
তবুও দুঃখ তুমি কার?