Friday, October 26, 2018

বন্ধু ভাবো - মহিউদ্দিন বিন্ জুবায়েদ


করো না মারামারি
থাকো মিলে মিশি,
ভাইকে বন্ধু ভাবো
থাকো হাসি খুশি।
talkontalk.com
এক সাথে পড়া আর
এক সাথে খেলা,
ধনী ও গরীব যারা
নাহি অবহেলা।

পাড়ার সবাই যেন
বন্ধু সবাই,
মিলে মিশে রবো
হিংসা নাই।

মুহিমনগর,চৈতনখিলা,শেরপুর।