Wednesday, August 15, 2018

কাব্যপথিক-চতুর্থ সংখ্যা - ২০১৮


TALKONTALK.COMমাঝে মাঝে মনের কোণে প্রশ্ন ওঠে - এই যাঁরা কবিতা আবৃত্তি করেন , শ্রুতিনাটক পাঠ করেন  অর্থাৎ বাচিক শিল্পী বলতে যা আমরা বুঝি , তাঁরা কি কৌশলে আবেগের মাত্রাকে নিয়ে পরীক্ষা করে করে শত শত শ্রোতাকে কাল্পনিক ছবি দেখাতে সক্ষম হন , গলার স্বরে এমন কি আলাদিনের আশ্চর্য প্রদীপ আছে যা দিয়ে গাছ বলতে গাছের ছবি , মেঘ উচ্চারণে মেঘের দেশ এ কথা পর পর দৃশ্য আকারে মনের ব্ল্যাকবোর্ডে ভাসিয়ে দেয় , ঠিক কি পন্থা অবলম্বন করে একজন বাচিক শিল্পী শ্রোতাদের রূপকথার রাজ্যে নিয়ে চলে যায় অনায়াসে , যদি বলি  এটা কোনো সহজ কাজ নয় , প্রচুর পরিশ্রম , সময় , ধৈর্য্য, দীর্ঘ কঠোর সাধনার ফলাফল , জানি কেউ কেউ ভাববেন এ আবার নতুন কথা কি , অভ্যাস করলেই হয় , আমি বলবো - না , শুধু অভ্যাস নয় , আরো কিছু বিদ্যা আছে , গুরু বিদ্যা এবং নিজস্ব কিছু কল্পনার রঙ আর সব কিছুকে নতুন করে দেখতে শেখা শিশুর মতো করে , তর্ক নয় , তর্ককে সঠিক পথ দেখানো , সে কারণে কিছু বইপত্র এর খোঁজ রাখা খুব জরুরী , যাঁরা কবিতা আবৃত্তি শিখতে চান বা চর্চার মধ্য দিয়ে যেতে চান অন্যরকম শিক্ষার প্রাঙ্গনে , তাঁদের জন্য অবশ্যই “কাব্যপথিক” নামক এই পত্রিকাটি সেই শিক্ষার আলোর পথ দেখাবে  ।
কাব্যপথিক
বাচিকশিল্প বিষয়ক বার্ষিক পত্রিকা
২০০৩ - ২০১৮
সম্পাদক : প্রীতিশেখর
১৩ শ্রীমন্ত দে লেন , ৩য় তল , কলকাতা - 700012
(চাঁদনিচক মেট্রো স্টেশনের কাছে )
পশ্চিমবঙ্গ , ভারত

ইমেল
kabyapathik@gmail.com / kabyapathik@hotmail.com